মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামে ৫টি বোমার বিষ্ফোরণ ঘটনানো হয়েছে। গতকাল শনিবার রাত ৯ টায় স্থানীয় আওয়ামী লীগের কতিপয় লোক বাবুপুর গ্রামের মিলনের বাড়ির ছাদে বসে মিটিং করছিলেন। ওই সময় একদল দূর্বৃত্ত ওই বাড়ির ছাদে একটি, নূর হোসেনের বাড়িতে ২টি ও আলফাজের বাড়িতে একটি সহমোট ৫টি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। ওই সময় বোমার বিষ্ফোরনে এলাকা প্রকম্পিত হয়। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম খান জানান, বোমার শব্দ হয়েছে বলে শুনেছি। পুলিশ পাঠানো হয়েছে।
মেহেরপুরে কিডস ওয়ার্ল্ডের নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
মেহেরপুর টিএন্ডটি সড়কস্থ কিডস ওয়ার্ল্ড বিদ্যালয় প্রাঙ্গনে গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, নবীন ছাত্র-ছাত্রীদের বরণ এবং বার্ষিক ক্রীড়া ও সংস্কৃৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যক্ষ ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মমতাজ পারভীন। বিশেষ অতিথি ছিলেন সেভ দ্যা চিলড্রেন এর প্রতিনিধি মনিরুল ইসলাম এবং গাংনী কলেজের সহকারী অধ্যাপক এনামুল আজিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। বর্ণাঢ্য এ আয়োজনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা কবিতা আবৃতি, সংগীত , কৌতুক ও নৃত্য পরিবেশন করেন ।
মেহেরপুর ইয়ং টাইগ্রার্স জাতীয় স্কুল ক্রিকেটে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় জযী
বিসিবি আয়োজিত মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিাতর মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ইয়ং টাইগ্রার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ৩০ রানে জয়লাভ করেছেন।
গতকাল শনিবার প্রথমে ব্যাট করতে নেমে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ৩৩ ওভার ২ বলে ১৯৩ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে আজমাইন সর্বোচ্চ ২৯ রান করে। গাংনী উপজেলার বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শামীম ৪ উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ৩২ ওভার ৩ বলে ১৬৩ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে আপন সর্বোচ্চ ৪৪ রান করে। আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের নাঈম ও শামীম ৪টি করে উইকেট লাভ করে।
মেহেরপুরে স্কাউটস দিবস ও বিপির ১৫৬ তম জন্মবার্ষিকী পালন
মেহেরপুরে স্কাউট দিবস ও ব্যাডেন পাওয়েলের ১৫৬ তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী মেহেরপুর জেলা স্কাউটস ভবনে বিপির জন্মদিবস উদযাপনে রচনা, চিত্রাংকন ও স্কাউট স্কীল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সদর উপজেলা শিক্ষা অফিসার উপজেলা স্কাউট কমিশনার আমজাদ হোসেন’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও জেলা স্কাউট কমিশনার হেমায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা স্কাউট সহ-সভাপতি আবুল কাশেম। আরো বক্তব্য রাখেন জেলা স্কাউট সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা স্কাউট সম্পাদক আশরাফুজ্জামান বাবলু, প্রধান শিক্ষক ও সহকারি কমিশনার আবু লায়েছ লাবলু এবং প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউট ইউনিট লিডার ইয়াসিন আলি। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের পুরস্কার বিতরন করা হয়।
মেহেরপুরে প্রতিবন্ধীদের চিত্রাংকন শেষে পুরস্কার বিতরন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুরে প্রতিবন্ধীদের চিত্রাংকন শেষে পুরস্কার বিতরন করা হয়েছে। গত শুক্রবার বেলা ১১ টায় মেহেরপুর কোর্ট রোডস্থ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন। প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি এএসএম ফরিদউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু, মুজিবনগর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌফিকুর রহমান, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক-উল-আলম, বিটিভি’র জেলা প্রতিনিধি আল আমীন হোসেন, জেলা রঙ তুলি পরিষদের সভাপতি মীর রওশন আলী মনা, মেহেরপুর উন্নয়ন ফোরামের আহŸায়ক আতাউর রহমান প্রমুখ। পরে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।