ads

রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০১৪ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলায় উপজেলা নির্বাচনে বিএনপিকে নিস্ক্রিয় করার চেষ্টা চলছে : সংবাদ সম্মেলনে অভিযোগ

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০১৪ ৭:২৮ অপরাহ্ণ
ভোলায় উপজেলা নির্বাচনে বিএনপিকে নিস্ক্রিয় করার চেষ্টা চলছে : সংবাদ সম্মেলনে অভিযোগ

ভোলা প্রতিনিধি : আগামী ১৫ মার্চ ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত প্রার্থীদের নিস্ক্রীয় করতে বিভিন্ন অপচেষ্টা অপপ্রচার চালানো হচ্ছে। সুষ্ঠ অবাধ ও নিরোপেক্ষ নির্বাচন হলে বিএনপি দলীয় প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে। এমন আশঙ্কায় বিএনপির নির্বাচনি কর্মকান্ড ব্যাহত করতে কর্মীদের গুম করা, তাদের বিরুদ্ধে নানা অভিযোগ এনে পুরনো ও নতুন রাজনৈতিক মামলায় জড়ানো হচ্ছে। শনিবার বিকাল ৫টায় জেলা বিএনপি কার্যালয়ে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থীদের পরিচিতি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর এমন অভিযোগ তুলে ধরেন।
তিনি উল্লেখ করে বলেন, শুক্রবার বিকেলে ভেলুমিয়া ইউনিয়নের ইয়াছিন নামে এক যুবদল কর্মীকে সন্ত্রাসীরা গুম করে ব্যাপক নির্যাতনের পর রাস্তায় ফেলে রাখে। পরে তাকে গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিমে ভর্তি করা হয়। অপরদিকে চরফ্যাশনে এক বিএনপি নেতাকে গুম করা হয়। পরে ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে র‌্যাব-পুলিশের একটি দল উপজেলার নীলকমল ইউনিয়ন থেকে তাকে উদ্ধার করে। তিনি আরো বলেন, আমরা চাই উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে কোন প্রার্থীর কর্মী-সমর্থকরা যেন সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে জনমনে ভিতির সঞ্চার করতে না পারে। মানুষ যেন ভোট কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে  নির্বাচিত করতে পারে। আমরা সন্ত্রাসের পক্ষে নেই আর সন্ত্রাসকে আমরা প্রশ্রয় দেই না। তাই আগামী ১৫ মার্চ ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোঃ ফারুক মিয়া ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে উদ্দেশ্য করে বলেন, ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করে প্রমান করুন আপনি ভোলার মানুষের সত্যিকারের অভিভাবক। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, বিএনপি দলীয় উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন মাষ্টার, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ সাজেদা আক্তার,      জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, যুগ্ন-সম্পাদক হারুন-অর রশিদ ট্রুম্যান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, পৌর কাউন্সিলর ও  বিএনপি নেতা হুমায়ন কবির সোপান, জেলা যুব দল সহ-সভাপতি তরিকুল ইসলাম কায়েদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ হেলাল, সহসভাপতি কবির হোসেন, সোবচ্ছাসেবক দলের আহবায়ক জামিল হোসেন অদুদ, জেলা ছাত্রদলের সভাপতি আল আমিন প্রমূখ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!