ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উপজেলা নির্বাচনেও আওয়ামী লীগ সরকারি বাহিনী ও সরকারি দলের পেটোয়া বাহিনীকে ব্যবহার করে নির্বাচনে জয়ী হওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সেখানেও জনগণের মতামতের কাছে তাদের ভরাডুবি হয়েছে। তিনি ২২ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও নিজ বাস ভবনে সদর উপজেলা নির্বাচনের প্রার্থী চূড়ান্তকরণ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় ওই কথা বলেন।
তিনি সরকারকে হুশিয়ার করে বলেন, সময় বেশি পাবেন না। জনগণ তাদের ভোটের অধিকার আদায় করার জন্য আবার তারা রাস্তায় নামবে। তিনি এই আন্দোলনকে বিএনপি বা ১৯ দলের আন্দোলন আখ্যা না দিয়ে জনগণের অধিকার আদায়ের আন্দোলন বলে উলেখ করেন। তাই সময় ক্ষেপন না করে অবিলম্বে নির্দলীয় তত্ত¡াবধায়ক সরকারের অধিনে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল।