নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেধাবী ছাত্র বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক শাহীন কাদের মাহীনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং এ হত্যাকান্ডের সাথে জড়িত খুনীদের গ্রেফতারের দাবীতে গতকাল রবিবার জেলা ছাত্রলীগ স্বরাষ্ট্র মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নরসিংদীর পুলিশ সুপারের নিকট একটি স্মারক লিপি প্রদান করেছে। জেলা ছাত্রলীগের সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ এর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলসহকারে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে পুলিশ সুপার ড. খ. মহিদ উদ্দিনের হাতে স্মারক লিপিটি প্রদান করেন। উল্লেখ্য গত ১৮ ফেব্রুয়ারী শাহীন কাদের মাহীনকে শিবপুরের পুটিয়া বাজারে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এরপর থেকে সমগ্র নরসিংদী জেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। ছাত্র সমাজের মধ্যে বিরাজ করছে আতংক। প্রতিটি ছাত্র-ছাত্রী আজ নিরাপদে শিক্ষাজীবন শেষ করতে চায়। কিন্তু সন্ত্রাসীদের ভয়ে শিক্ষাঙ্গনসহ বাড়ী-ঘরে
ও অভিভাবকরা নিরাপত্তাহীনতায় ভোগছে।