নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল সহ ১ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে। পুলিশ জনায় ২৩ফেব্রুয়ারী রবিবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের লাউগাড়ী গ্রামের সোলায়মান আলীর ছেলে শরিফুল ইসলাম(৩২) মোটর সাাইকেলে করে ফেনসিডিল পাচার করে নিয়ে যাওয়ার সময় তার গ্রামের পার্শ্বে থেকে ৩ বোতল ফেনসিডিল সহ তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে এ এস আই সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় ১টি মামলা দায়ের করেছে।