চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় পর্যায় তফশীল ঘোষণার পর ৮ম দিন বাগেরহাটের চিতলমারী নির্বাচন অফিস থেকে উপজেলা চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, গতকাল শনিবার চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবু জাফর মোঃ আলমগীর হোসেন, সন্তোষপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শিল্পপতি মোঃ মুজিবর রহমান শামীম, বর্তমান উপজেলা চেয়ারম্যান আশোক কুমার বড়াল, সুলতান আহম্মেদ মুন্সি, চিতলমারী উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহন আলী বিশ্বাস, সমাজ সেবক বাবুল হোসেন, চিতলমারী উপজেলা বি,এন,পির সভাপতি কাজী মানোয়ার হোসেন। অন্যদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে চিতলমারী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ পুকুল, খান সেকেন্দার আলী, বর্তমান ভাইস চেয়ারম্যান সাহেব আলী ফরাজী, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এস,এম মাহাতাবুজ্জামান, শিকদার হেমায়েত উদ্দিন, চরবানিয়ারী ইউনিয়নের বি,এন,পির সাধারন সম্পাদক অসীম সমাদ্দার, মোঃ হাচান আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শিবানী বিশ্বাস, চিতলমারী উপজেলা মহিলাদলের সভানেত্রী রুনা গাজী, উপজেলা মহিলালীগের সভানেত্রী হেলেনা পারভীন ও সাবেরা কামাল স্বপ্না মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে ২২ ফেব্র“য়ারী উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায় এর নিকট বি,এন,পির উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী মানোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী চিতলমারী উপজেলা মহিলাদলের সভানেত্রী রুনা গাজী ও ভাইস চেয়ারম্যান প্রার্থী শিকদার হেমায়েত উদ্দিন মনোনয়পত্র জমা দেন।
চিতলমারীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
বাগেরহাটের চিতলমারীতে যথাযথ ভাবগম্ভীর্যের সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠন, চিতলমারী প্রেসক্লাব, শেরে বাংলা ডিগ্রী কলেজ, বঙ্গবন্ধু মহিলা মহাবিদ্যালয়, সমবায় অফিস, ছাত্রলীগসহ মুক্তিযোদ্ধারা রাত্র ১২.১ মিঃ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন ফুলের চাক দিয়ে। ভোরে প্রভাত ফেরিতে অংশ গ্রহণ করেন চিতলমারী এস এম মডেল মাধ্যমিক বিদ্যালয়, হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শেখ হেলাল উদ্দীন একাডেমীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমীর বকুল চত্ত¡রে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বের আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার, শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, আ’লীগ সভাপতি মোহন আলী বিশ্বাস, সম্পাদক পীযুষ কান্তি রায়, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।