চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে এক গার্মেন্টস কর্মী গণর্ধষণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাতে কর্মস্থল ঈশ্বর্দী ইপিজেড থেকে বাড়ী ফেরার পথে রামচন্দ্রপুর এলাকায় তাকে ভুটভুটি চালক ও তার সহযোগীরা ধর্ষন করে। এ ঘটনায় জড়িত ৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ধষণের শিকার ওই গার্মেন্টস কর্মীর বাড়ী রাজশাহীর পুঠিয়া থানায়। বৃহস্পতিবার সন্ধ্যায় কর্মস্থল থেকে বাড়ী ফেরার পথে আড়ানীতে ভুটভুটির জন্য অপেক্ষা করছিল। এ সময় ভুটভুটি চালক আরিফ তাকে অপেক্ষা করতে বলে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আরিফসহ আরো ৬জন ঐ কর্মীকে নিয়ে পুঠিয়ার উদ্দেশ্যে রওনা করে চারঘাটের রামচন্দ্রপুরে গিয়ে বলে ভুটভুটি নষ্ট হয়ে গিয়েছে। সেখানে রাস্তার পাশে একটি আম বাগানে নিয়ে ঐ কর্মীকে ধর্ষণ করে তার কাছে থাকা মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে ঐ কর্মীর চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামেক হাসপালে নিয়ে যায়। এ ব্যাপারে চারঘাট মডেল থানার ওসি জানান, চিকিৎসা ও ডাক্তারী পরীক্ষার জন্য নির্যাতিত ঐ নারী বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শুক্রবার সকালে কর্মীর ভাই বাদী হয়ে ৮জনকে আসামী করে থানায় একটি মামলা করেন। ওই দিন রাতেই আরিফসহ ৪জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়। বাকী অভিযুক্তদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানান ওসি।