মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেককে (৪২) আটক করেছে গাংনী থানা পুলিশ। শনিবার দিনগত রাতে তাকে ধানখোলা গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটকের পর তাকে গাংনী থানা হাজতে রাখা হয়েছে। অপরদিকে আজ রবিবার বেলা পৌনে বারটার দিকে উপজেলা কৃষকদলের সভাপতি আখেরুজ্জামানের গাড়াডোব গ্রামের বাড়িতে তল্লাশী চালিয়েছে পুলিশ। এ সময় তিনি বাড়িতে ছিলেন না। তার নামে কোন মামলা কিংবা অভিযোগ না থাকলেও রাজনৈতিকভাবে হয়রানি ও উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে পুলিশ এ অভিযান চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি নেতৃবৃন্দ। তবে পুলিশের দাবী, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।
মেহেরপ্ুের বোমা বিস্ফোরণ এক জন আহত
মেহেরপ্ুের বোমা বিস্ফোরনে রাইপুর খন্দকার পাড়ার মৃত ফড়িং শেখের ছেলে আব্দুল কাদের (৬৫) নামের এক কৃষক আহত হয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে রাইপুর খন্দকার পাড়ার হালিম মোল্লার ইটভাটার কাছে একটি ক্ষেতে কোদাল দিয়ে মাটি কাটছিল । মাটির নিচে থাকা বোমাটি কোদালের আঘাতে বিস্ফোরিত হয়ে সে আহত হয় ।