কেশবপুর (যশোর) প্রতিনিধি : উপজেলা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে যশোরের কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন ময়োনোন পত্র জমা দিয়েছেন। রোববার সহকারী রিটানির্ং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মোঃ মুনজুর আলমের হাতে বেলা ১১টায় আওয়ামীগ সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সিনিয়ার সহ সভাপিত এইচ এম আমির হোসেন, দুপুর সাড়ে ১২টা বিএনপির সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্ট,ু দুপুর ২টা জামায়াত সমর্থিত প্রার্থী উপজেলা আমির মাওঃ আব্দুস সামাদ মনোনয়ন পত্র জমা দেন। ভাইস চেয়ারম্যান পদে মহাজটের জাতীয় পাটির নেতা আব্দুল লতিফ রানা, বিএনপির আলমগীর হোসেন, জামায়াতের ওজিউর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নাছিমা আক্তার সাদেক, বিএনপির নুরুন্নাহার নূরী মনোনয়নপত্র জমা দেন। এ সময় স্ব স্ব দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।