কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মসলিন কটন মিল্স উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ২০০৫ সালের এস.এস.সি ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে পূর্ণমিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস। সাবেক শিক্ষার্থী মামুন মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. বেলায়েত হোসেন, মো. আশরাফউজ্জামান, শিক্ষক মোহাম্মদ হোসেন আরমান, সাবেক প্রধান শিক্ষক জালাল উদ্দিন খান, শিক্ষক নবদীপ চন্দ্র সূত্রধর, জগদীশ চন্দ্র সূত্রধর, শোভনা দাস, সাবেক শিক্ষার্থী লাবু মিয়া, আল মামুন, নাদিম হোসেন ও মোবারক হোসেন ফালু। পরে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।