ঝালকাঠি প্রতিনিধি : উৎসব মূখর পরিবেশে ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রবিবার সকাল থেকে দলীয় নেতা কর্মিদের নিয়ে প্রার্থীরা স্ব-স্ব উপজেলার নির্বাচন কর্মকর্তার কাছে তাদের মনোনয়ন পত্র জমা দেন। চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার,বিদ্রোহী প্রার্থী মোঃ তরুন সিকদার,বিএনপির দলীয় প্রার্থী মোঃ রফিকুল ইসলাম মিরন সিকদার,জাতীয় পার্টি জেপির মোঃ এনামুল ইসলাম রুবেল উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় প্রার্থী মোঃ এমদাদুল হক মনির হোসেন,বিএনপির দলীয় মোঃ জাকির হোসেন কবির। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় বর্তমান ভাইস চেয়ারম্যান মোসাঃ ফাতেমা খানম,বিদ্রোহী মোসাঃ আয়শা সিদ্দিকি বিএনপির দলীয় মোসাঃ নাসিমা বেগম। তবে বিএনপির বিদ্রোহী ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ জালালুর রহমান আকন বিকালে মনোনয়ন পত্র জমা দিবেন বলে সাংবাদিকদের কাছে জানিয়েছেন।