আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে বিএনপির কর্মীসভায় ৪৪জন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। ২২ ফেব্রুয়ারী শনিবার উপজেলার শাহাগোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে হাতিয়াপাড়া স্কুলমাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু। বিশেষ অতিথি ছিলেন, রাণীনগর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আল-ফারুক জেম্স ও মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপির সভাপতি ও আত্রাই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এসএম রেজাউল ইসলাম রেজু, সহসভাপতি আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এমদাদুল হক পিন্টু, যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ মিঠু প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির হাতে ফুলের মালা দিয়ে বিএনপিতে যোগদান করেন স্থানীয় ৪৪জন আওয়ামী লীগের নেতাকর্মী। পরে এসএম রেজাউল ইসলাম ওই এলাকায় তার নির্বাচনী গণসংযোগ করেন।