শ্যামলবাংলা স্পোর্টস : বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ৩ ম্যাচে নিষিদ্ধ ও ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২১ ফেব্র“য়ারী শুক্রবার সন্ধ্যায় বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটি শুনানি শেষে ওই সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালে অশোভন আচরণ করায় সাকিবের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ওই কমিটির এক সদস্য।
বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যায় বিসিবির পরিচালক মাহাবুবুল আনাম, জালাল ইউনুস, আকরাম খান, নির্বাচক প্রধান ফারুক আহমেদ এবং প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি সুজন সাকিবকে মিরপুরে বিসিবি কার্যালয়ে ডেকে পাঠান। সাকিব সেদিন কেন টেলিভিশন ক্যামেরার সামনে ওই অঙ্গভঙ্গি করেছেন তা জানতে চান।
শুনানিতে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী এবং ক্রিকেট পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আকরাম খান। প্রায় এক ঘন্টার ওই শুনানিতে সাকিব ওই ঘটনা বর্ণনা দেন। শুনানিতে সাকিব পুরো ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
উলেখ্য, বৃহস্পতিবার বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালে ড্রেসিংরুমে টেলিভিশন ক্যামেরার সামনে অশোভন আচরণ করেন সাকিব। তার ওই কদার্যভঙ্গি এতটাই স্পর্শকাতর ছিল যে, দেশ এবং দেশের বাইরে কোটি কোটি ক্রিকেটভক্তকে তা আঘাত করে।