স্টাফ রিপোর্টার : জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিশা প্রিপারেটরি এন্ড হাই স্কুলের কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে নীরদা সুন্দরী মালাকার স্বর্ণপদক ও সুরেশ চন্দ্র মালাকার রৌপ্যপদক বিতরণ করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বুধবার স্কুল প্রঙ্গনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শেরপুর জেলার এনডিসি জনাব রাজিব কুমার সরকার, এডিশনালএসপি জনাব মহিবুল ইসলাম খান এবং পৌর মেয়র জনাব হুমায়ুন কবীর রুমান বিশেষ অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের মধ্যে এ পদক ও সনদপত্র বিতরণ করেন।
সুরেশ চন্দ্র মালাকার মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের শেরপুর জেলা প্রতিনিধি সুশীল মালাকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্কুলের চেয়ারম্যান অজিত মালাকার, অধ্যক্ষ অমিতাভ চক্রবর্ত্তী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও স্কুলের সংগীত পরিবেশন ও শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে। উল্লেখ্য স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মনোযোগী ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বর্ণ ও রৌপ্যপদক প্রদান করা হচ্ছে।