স্টাফ রিপোর্টার : শেরপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিশা প্রিপারেটরি এন্ড হাই স্কুলের বার্ষিক সাহিত্য ও সংগীত প্রতিযোগিতা বৃহস্পতিবার (২০ ফেব্রব্রয়ারি) স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বার্ষিক এ সাহিত্য ও সংগীত প্রতিযোগিতায় মোট ২৬টি ইভেন্টে শতাধিক ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে। বিভিন্ন গ্রুপে সাহিত্য বিভাগে ৪০ জন এবং সংগীত বিভাগে ৩৬ জন শিক্ষার্থী পুরস্কার লাভ করে। প্রতিযোগিতা শেষে স্কুলের চেয়ারম্যান অজিত মালাকার, অধ্যক্ষ অমিতাভ চক্রবর্ত্তী বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।