আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ও ২২ ফেব্রুয়ারী শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার আয়োজনে ময়মনসিংহে শিশু কিশোরদের সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২১ ফেব্রুয়ারি প্রতিযোগিতা শেষে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার পক্ষ থেকে সংগ্রহশালার কর্মকর্তা ও কর্মচারি, শিশু প্রতিযোগিরা এবং অভিভাবকবৃন্দ র্যালি করে ময়মনসিংহ শহীদ মিনারে গিয়ে মহান ভাষা শহীদদের পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। ওই দিন প্রতিযোগিতার উদ্বোধন করেন ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ময়মনসিংহ। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের সংগ্রহশালার উন্মুক্ত মঞ্চ থেকে পুরস্কার ও সনদপত্র প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগ্রহশালার উপ-কীপার ড.বিজয় কৃষ্ণ বণিক।
জেলা প্রশাসন আয়োজিত এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার উদ্যেগে ২১ ফেব্রæয়ারি প্রতিযোগিতায় ১০২জন শিশু কিশোর অংশগ্রহণ করে।
শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা আয়োজিত ২২ ফেব্রুয়ারি প্রতিযোগিতায় ১০১ জন শিশু কিশোর অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের সহযোগি অধ্যাপক আয়েশা আফরোজ, শিল্পাচার্য জয়নুল আবেদিন চারুকলা ইন্সটিটিউটের প্রভাষক শিল্পী মুহাম্মদ আব্দর রউফ প্রমুখ।