ads

শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০১৪ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাইকগাছা উপজেলা নির্বাচনে অনিশ্চিত হয়ে পড়েছে বিএনপি’র : দু’প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২২, ২০১৪ ৬:০৪ অপরাহ্ণ

upa-zillaমোঃ গোলাম রব্বানী, পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছা উপজেলা নির্বাচনে বিএনপি’র দু’প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি এখনও নিশ্চিত হয়নি বলে দলীয় সুত্র জানিয়েছে। রিভিউ আবেদন খারিজের বিষয়টি নিশ্চিত হওয়ার পর মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে বলে চেয়ারম্যান প্রার্থী ডাঃ আব্দুল মজিদ জানিয়েছেন। এদিকে তৃনমুল নেতাকর্মীদের ব্যাপক সমর্থন নিয়ে এখনও পর্যন্ত বিএনপি’র এ প্রার্থী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে জানাগেছে। উলে­খ্য আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে চেয়ারম্যানপদে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য ৩ প্রার্থী জেলা বিএনপি’র উপদেষ্টা সাবেক এমপি এ্যাড. স.ম বাবর আলী, জেলা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আব্দুল মজিদ ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাদুল ইসলাম মনোনয়নপত্র জমাদেন। ইতোমধ্যে ৩ প্রার্থীর মধ্যে জেলা বিএনপি এ্যাড. স.ম বাবর আলীকে দলীয় প্রার্থী ঘোষনা করলে অপর দু’প্রার্থী দলীয় মনোনয়নের বিষয়টি পুনঃ বিবেচনার জন্য জেলা বিএনপি বরাবর রিভিউ আবেদন করেন। এদিকে বুধবার বিএনপি’র এক দলীয় বৈঠকে রিভিউ আবেদন খারিজের বিষয়টি নিশ্চিত হওয়ার পর ডাঃ আব্দুল মজিদ ও ইমাদুল ইসলাম মনোনয়ন প্রত্যাহারের ঘোষনা করলেও এ ব্যাপারে জেলা বিএনপি’র প থেকে তাদেরকে এখনও পর্যন্ত কোন কিছু অবহিত করা হয়নি বলে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ডাঃ আব্দুল মজিদ। এ ব্যাপারে তিনি বলেন রিভিউ আবেদনের ব্যাপারে জেলা বিএনপি এখনও পর্যন্ত তাকে কোনকিছু অবহিত করেনি। ফলে মাঠ পর্যায়ে ব্যাপক জনসমর্থন থাকায় তৃনমুল নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মনোনয়ন প্রত্যাহারের ব্যাপারে তিনি এখনও পর্যন্ত কোন সিদ্ধান্ত নেননি বলে জানান। এ ব্যাপারে জানতে চাইলে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল আলম মনা জানান সদ্য সমাপ্ত দীঘলিয়া উপজেলা নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কারনে রিভিউ আবেদনের বিষয়টি নিষ্পত্তি করা হয়নি। তবে মনোনয়ন প্রত্যহারের সময় অতিক্রম করার আগেই বিষয়টি নিষ্পত্তি করা হবে বলে তিনি জানান।

Shamol Bangla Ads

পাইকগাছায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের ৩ প্রার্থীর লড়াই

খুলনার পাইকগাছায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করে চলেছেন আ’লীগের সম্ভাব্য ৩ প্রার্থী। ফলে দ্বিধাবিভক্ত নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করতে শুক্রবার সংগঠনের তৃনমুল বৈঠক আহবান করা হয়েছে। বৈঠকে তৃনমুল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে একক প্রার্থী নির্ধারণ করা হবে বলে দলীয় সুত্র জানিয়েছে। উলে­খ্য আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ৩ প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রশীদুজ্জামান, জেলা আ’লীগের সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী ও উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ আবুল কালাম আজাদ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেয়ার ফলে একাধিক প্রার্থীর কারনে বিপাকে রয়েছেন তৃনমুল নেতাকর্মীরা। একক প্রার্থী নির্ধারণ না হওয়ার ফলে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন সংগঠনের নেতাকর্মীরা। এদিকে আগামী ২৪ ফেব্র“য়ারী মনোনয়ন প্রত্যাহারের আগেই দলের একক প্রার্থী নির্ধারণে শুক্রবার দলিল লেখক সমিতি ভবনে আ’লীগের তৃনমুল সভা আহবান করা হয়েছে। স্থানীয় এমপি এ্যাড. শেখ মোঃ নুরুল হক ও জেলা আ’লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে তৃনমুল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে একক প্রার্থী নির্ধারণ করা হবে বলে দলীয় সুত্র নিশ্চিত করেছে। সম্ভাব্য ৩ প্রার্থীর মধ্যে মনোনয়ন দৌড়ে বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান অনেকটাই এগিয়ে রয়েছেন বলে তৃনমুল পর্যায়ের একাধিক নেতাকর্মীরা জানান।

Shamol Bangla Ads

ঐতিহ্যবাহী পাইকগাছা কলেজের সভাপতি হতে চলেছেন এমপি নুরুল হক

অবশেষে খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী পাইকগাছা কলেজের সভাপতি হতে যাচ্ছেন স্থানীয় এমপি এ্যাড. শেখ মোঃ নুরুল হক। ইতোমধ্যে কলেজ কর্তৃপক্ষ থেকে সভাপতি হিসাবে সংশ্লিষ্ট এমপিকে প্রস্তাব করা হয়েছে। উলে­খ্য ঐতিহ্যবাহী এ কলেজটির বিগত ৫ বছর সাবেক এমপি এ্যাড. সোহরাব আলী সানা সভাপতির দায়িত্ব পালন করার পর সংসদ নির্বাচনকালীন সময়ে এ্যাড. সোহরাব আলী সানাকে সভাপতি পদ থেকে অব্যহতি দিয়ে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। অবশেষে দশম জাতীয় সংসদের (পাইকগাছা-কয়রা) থেকে নির্বাচিত এমপি এ্যাড. শেখ মোঃ নুরুল হককে সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহনের জন্য বুধবার সন্ধ্যায় এমপি’র পৌর সদরস্থ বাসভবনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যসহ সকল শিক্ষকরা উপস্থিত থেকে আনুষ্ঠানিক প্রস্তাব করেন। প্রস্তাবটি স্বাদরে গ্রহন করায় কলেজ কর্তৃপক্ষ স্থানীয় এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্য মিহির বরণ মন্ডল, আ’লীগ নেতা ও অবঃপ্রাপ্ত অধ্য লুৎফর রহমান, সাবেক ভারপ্রাপ্ত অবঃ অধ্য রমেন্দ্র নাথ সরকার, আলহাজ্ব গোলাম মোস্তফা, প্রভাষক শহীদুল ইসলাম, রফিকুল ইসলাম, প্রভাষক আব্দুর রাজ্জাক, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, প্রভাষক মোমিন উদ্দিন, রহমত উল­াহ, নিখিল চন্দ্র মন্ডল, তরুন কান্তি মন্ডল, সুলতানা জাহান, বৈশাখী মন্ডল, লুৎফা ইসলাম ও আসমা আহম্মেদ।

 

 

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!