ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে হতকাল শুক্রবার ২১ ফেব্রুয়ারী দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৯টায় স্থানীয় শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক আবুল হাশেম, শিক্ষক হাবিবুর রহমান, শাহাজ উদ্দিন সাজু, রবেতা ম্রং প্রমূখ।