জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়িতে নির্বাচনোত্তর সহিংসতা রোধে গুলিবর্ষণ করেছে পুলিশ। ২১ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় আ’লীগ-বিএনপির মাঝে সংঘর্ষে আনছারসহ উভয় পক্ষের ১০/১২জন আহত হয়েছে।
জানা গেছে, সাতপোয়া এলাকার চররৌহায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আ’লীগ-বিএনপির মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে র্যাব, পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থয়। পরিস্থিতি সৃষ্টি সামাল দিতে ২৫ রাউন্ড রাবার বুলেট ছুড়ে। সংঘর্ষে অন্তত: ১০/১২জন আহত হয়। পুলিশ ৩জনকে আটক করেছে।