শ্যামলবাংলা ডেস্ক : প্রথম দফার উপজেলা পরিষদ নির্বাচনে বেশিরভাগ এলাকায় ১৯ দলের নেতাদের বিজয়ী করে জনগণ সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি ২২ ফেব্রুয়ারী শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষ্যে আয়োজিত জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের এক আলোচনা সভায় ওই কথা বলেন। এসময় তিনি বলেন, বাকি উপজেলাগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে।
![Shamol Bangla Ads](https://shamolbangla24.com/wp-content/uploads/2024/01/Ad-1-scaled.jpg)
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারকে ‘অস্বাভাবিক ও অনির্বাচিত’ আখ্যা দিয়ে ড. মোশাররফ বলেন, বিএনপি ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করেছিল বলে জনগণ ভোট কেন্দ্রে যায়নি। এবার উপজেলা নির্বাচনে আমাদের সমর্থকরা অংশ নিচ্ছে বলেই প্রথম দফা নির্বাচনে ৬২ ভাগেরও বেশি ভোটার ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। দেশে ভিনদেশিয় সংস্কৃতির আগ্রাসন চলছে বলে অভিযোগ করে এর বিরুদ্ধে সোচ্চার হতে জাসাস নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি আল মাহমুদ, জাসাস সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মনির খান, সহ-সভাপতি ছড়াকার আবু সালেহ, রফিকুল ইসলাম রফিক, রাহিঝা খানম ঝুনু, যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন ভুঁইয়া শিশির, সিরাজুল ইসলাম প্রমুখ।
![](https://shamolbangla24.com/wp-content/uploads/2023/11/final01.gif)