গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে শনিবার দুপুরে রূপান্তর সিনেমা হলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকায় ৭জন নারী-পুরুষকে আটক করে গফরগাঁও থানা পুলিশ। পরে গফরগাঁও থানায় ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর নেতৃত্বে সিনেমা হলটি সিলগালা করে দেয়।
জানা যায়, গতকাল শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ পৌর শহরের রূপান্তর সিনেমা হলে অভিযান চালায়। অনৈতিক কাজে লিপ্ত থাকা সন্দেহে ৫জন পুরুষ ও ২নারীকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় সিনেমা হল কর্তৃপক্ষ কাউকে পাওয়া যায়নি। বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী থানায় ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক, মোঃ সোহাগ(২৮),রিপন(২৭),মামুন(২৬), শফিকুল(৩২),রিমা আক্তার(২৫), স্বপ্না আক্তার(১৮) প্রত্যেককে ৬মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ রেজাউল বারী রূপান্তর সিনেমা হলটি সিলগালা করে দেন।
![](https://shamolbangla24.com/wp-content/uploads/2023/11/final01.gif)