আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে গাড়ি ‘রিকুইজিশানের’ নামে ওসির বিরুদ্ধে যানবাহনে ব্যাপক চাঁদাবাজী ও হয়রানীর প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে পরিবহন মালিক-চালক-শ্রমিকরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এসময় পরিবহন শ্রমিকরা চাঁদাবাজ ওসির অপসারণ দাবী করে।
জানা যায়, উপজেলার পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের নির্দেশে পুলিশ প্রতিদিন উপজেলা সদর থেকে পাগলা থানা এলাকায় যাতায়াতকারী পিকআপ ভ্যান,সিএনজি, নছিমন-করিমন, ও অটোবাইকসহ বিভিন্ন পরিবহনে চাঁদা আদায় করে। চাঁদা না দিলেই গাড়ি রিকুইজিশনের নামে থানায় নিয়ে যায় এবং চালক-হেলপারদের নানা ভাবে হয়রানী করে। গত বুধবার রাতে জালাল নামে এক চালক চাঁদা না দেওয়ায় তাকে গাড়িসহ থানায় নিয়ে আটকে রাখে।
এতে ক্ষুদ্ধ হয়ে গত বৃহস্পতিবার পরিবহন মালিক-চালক ও শ্রমিকরা উপজেলায় পরিবহন ধর্মঘট পালন করে ওসির অপসারনের দাবীতে ৪৮ ঘন্টার আল্টি মেটাম দেয়। বেধে দেওয়া সময়ের মধ্যে ওসিকে প্রত্যাহার না করায় গতকাল শ্রমিকরা আবারো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে অনতি বিলম্বে ওসির অপসারন দাবী করেন।
এ ব্যাপারে ওসি কামাল হোসেন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ন্যায় সংগত ভাবে গাড়ি রিকুইজিশন করা হয়।