কুৃষ্টিয়া প্রতিনিধি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে কুৃষ্টিয়া কালেক্টরেট চত্বরের কেন্দ্রীয় চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ (খোকসা- কুমারখালী) আসনের সংসদ সদস্য আব্দুর রউফ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। সময় আরো বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন, কুষ্টিয়ার অতিরিক্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনারকলি মাহবুব, কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নাছিম উদ্দিন আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী রফিকুল আলম টুকু, গবেষক ও প্রাবন্ধিক শেখ গিয়াস উদ্দিন মিন্টু, কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুদ্দোজা প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা এবং আর্থ-রাজনৈতিক প্রেরণা। তারই পথ ধরে শুরু হয় বাঙালি স্বাধীকার আন্দোলন এবং একাত্তরে নয় মাস পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ত্রিশ লক্ষ শহীদের রক্ত ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের গর্ব, আমাদের অহংকার। নতুন প্রজন্মের প্রতিটি মানুষের মাঝে স্বাধীনতা ও মুক্তিযদ্ধের ইতিহাস জানা দরকার। বক্তারা বলেন, পৃথিবীতে খুব কম দেশই আছে যে দেশের মানুষ মাতৃভাষা রক্ষার জন্য আত্মত্যাগ করেছে। আমাদের দেশের মানুষ সব সময় নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। এ জাতি কখনোই মাথা নত করেনি। আলোচনা সভার আগে কুষ্টিয়ার লেখক মোঃ শরীফুল ইসলামের ‘মহান মুক্তিযুদ্ধ ও নতুন প্রজন্মের ভাবনা’ শীর্ষক একটি বাইয়ের মোড়ক উন্মোচন করেন সংসদ সদস্য আব্দুর রউফ। এসময় কুষ্টিয়া বড় বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মোকাররম হোসেন মোয়াজ্জেম, কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি এস এম কাদেরী শাকিল, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ রাশেদুল ইসলাম বিপ্লব, কুমারখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমিরুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী আশরাফুল ইসলাম মতিন, জাহাঙ্গীর হোসেন ও আসাদুল হক প্রমুখ। এসময় বইয়ের লেখক শরীফুল ইসলাম তার লেখা বাই অতিথিদের হাতে তুলে দেন। পরে বই মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন সংসদ সদস্য আব্দুর রউফ। আলোচনাসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।