কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : আসন্ন কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র উত্তোলণ করেছেন আ’লীগ, বিএনপি ও জামায়াতের কয়েক নেতা। শুক্রবার পর্যন্ত জমা দিয়েছেন ৩প্রার্থী। উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজির আহম্মেদ জানান, শুক্রবার পর্যন্ত মোট ১৪জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জমা দিয়েছেন ৩জন প্রার্থী। শুক্রবার পর্যন্ত জমা দেয়া প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে জামায়াত নেতা শহীদুল ইসলাম মুকুল ও মাওলানা ওমর আলী এবং ভাইস চেয়ারম্যান পদে জামায়াত নেতা ঈমান আলী শেখ। এছাড়া এপর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চেয়ারম্যান পদে আ’লীগ নেতা বর্তমান উপজেলা চেয়ারম্যান বিএম নজরুল ইসলাম ও ফিরোজ আহম্মেদ স্বপন, জামায়াত নেতা শহীদুল ইসলাম মুকুল ও মাও. ওমর আলী, বিএনপি নেতা বজলুর রহমান এবং সাইদুর রহমান। ভাইস চেয়ারম্যান পদে আ’লীগ নেতা ও বর্তমান ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরাফাত হোসেন, জামায়াত নেতা ঈমান আলী শেখ এবং বিএনপি নেতা ১২নং যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ’লীগ নেত্রী মাগফুরা খাতুন রিনা ও সেলিনা আনোয়ার, বিএনপি নেত্রী রাশিদা খাতুন ও মিসেস শশি ইসলাম। ঘোষিত তফশীল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারী, প্রত্যাহার ৬মার্চ ও ভোট গ্রহণ ২৩ মার্চ।
মৃত্যুঞ্জয়ী ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করলো কলারোয়াবাসী
মৃত্যুঞ্জয়ী ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর অকৃত্রিম ভালোবাসায় স্মরণ করলো কলারোয়াবাসী। ঐতিহাসিক ২১ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি নানান কর্মসূচিতে পালন করেছে কলারোয়ার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন। একুশের প্রথম প্রহরে কলারোয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শহীদদের পূষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে কলারোয়া উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, পৌরসভা, আ’লীগ, বিএনপি, জাতীয়পার্টি, ওয়ার্কর্সপার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, কলারোয়া প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব ও সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান। সেখানে পুষ্পমাল্য অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সা.সম্পাদক এড.শেখ কামাল রেজা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষে একে একে পুষ্পমাল্য অর্পণ করেন ইউএনও অনুপ কুমার তালুকদার, মুক্তিযোদ্ধা সৈয়দ আলি, ওসি মুন্সী মোফাজ্জেল হোসেন কনক, রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ অহিদুল আলম মন্টু, ফিরোজ আহমেদ স্বপন, অধ্যক্ষ রইছউদ্দীন, মুনসুর আলি, আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, শিক্ষক দীপক শেঠ প্রমুখ। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বের হওয়া বিশাল প্রভাত ফেরি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদ চত্বরের আমতলায় ইউএনও অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে, কাজীরহাট গালর্স হাইস্কুল, কেএইচকে ইউনাইটেড হাইস্কুল, বেগম রোকেয়া এডাস স্কুল, মমতাজ আহম্মেদ স্কুল, কাজীরহাট প্রাথমিক বিদ্যালয়, কেকেইপি সম্মিলিত হাইস্কুল, পানিকাউরিয়া হাইস্কুল, বিএসএইচ সিংগা হাইস্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও চন্দনপুরে আ’লীগ-বিএনপিসহ বিভিন্ন সংগঠন দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে।
কলারোয়ায় শহীদ মিনার পাদদেশে চিত্রাংকন প্রদর্শনী
: কলারোয়ায় শহীদ মিনারের পাদদেশে চিত্রাংকন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পাবলিক ইন্সটিটিউটের উদ্যোগে ক্ষুদে আঁকিয়েদের আঁকা চিত্রাংকন প্রদর্শিত হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সা.সম্পাদক এড.শেখ কামাল রেজা, প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান, সা.সম্পাদক রাশেদুল হাসান কামরুল, সাবেক সা. সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক আনিছুর রহমান, জুলফিকার আলি, ডা. আসাদুজ্জামান, শিক্ষক লিলি কামাল প্রমুখ। প্রদর্শনীতে এড. শেখ কামাল রেজার কন্যা ৫ম শ্রেণির ছাত্রী শেখ শ্রেয়া রেজা (১০), শেখ হোসেন রেজার কন্যা ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ফতেমাতুজ জহুরা (১১), কাজী আবু হেলালের কন্যা ৭ম শ্রেণির ছাত্রী সাদিয়া পারভীন ইভা (১৩) এবং পিনাক পানি ভৌমিকের কন্যা ৯ম শ্রেণির ছাত্রী সিঞ্চম ভৌমিক প্রজ্ঞার আঁকা মহান মুক্তিযুদ্ধ, পল্লী গ্রাম, প্রকৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের চিত্রাংকন স্থান পায়।
কলারোয়া সীমান্তে ফেনসিডিলসহ বিভিন্ন মালামাল উদ্ধার
আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়া সীমান্তে ফেনসিডিল ও শাড়ী উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার রাতে উপজেরার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এগুলো উদ্ধার হলেও এসময় কেউ আটক হয়নি। বিজিবি সূত্র জানায়, হিজলদী বিওপির বিজিবি সদস্যরা হিজলদী মাঠ এলাকা ৩৬০ বোতল ফেনসিডিল ও মাদরা বিওপির বিজিবি সদস্যরা ভাদিয়ালী কালিবাড়ি সীমান্ত এলাকা থেকে ২৮পিচ উন্নত মানের ভারতীয় শাড়ী, কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা ৮৫পিচ শার্ট পিচ ও ৬৫পিচ শাড়ি উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৩লাখ ৬০হাজার ৯৪৫ টাকা। শুক্রবার রাত ৮টার দিকে কেঁড়াগাছি এলাকায় যৌথ বাহিনীর কয়েকটি গাড়ি টহল দেয়। এসময় জনমনে আতংক ও উৎকন্ঠা বিরাজ করে। তবে সীমান্তবর্তী এ জনপদ শান্ত ও স্বাভাবিক রয়েছে।
কলারোয়ার কাজীরহাট কলেজে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উদযাপিত
: কলারোয়ার কাজীরহাট ডিগ্রী কলেজে মহান ২১শ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকালে প্রভাত র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কলেজ মাঠে একাদশ ও দ্বাদশ শ্রেনীর ছাত্রদের নিয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটি উদ্বোধন করেন কলেজের পরিচালনা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আ. হামিদ সরদার ও অধ্যক্ষ এসএম সহিদুল আলম। খেলায় দ্বাদশ শ্রেণি একাদশ জয়লাভ করে। খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক আরিজুল ইসলাম ও প্রভাষক ভোলানাথ মন্ডল। সমগ্র আয়োজনে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আজগর আলী, প্রভাষক শাহানুর রহমান, আশিকুর রহমান, সিদ্দিকুর রহমান, আরিফ বিল্য¬াহ, তাপস কুমার পাল, ফারুখ আহম্মেদ, সাইফুল ইসলাম প্রমুখ।