ads

শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলারোয়ায় যুবক আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২২, ২০১৪ ৭:২১ অপরাহ্ণ
কলারোয়ায় যুবক আটক

আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়ায় এক যুবককে পুলিশ আটক করেছে। আটক রুবেল (২৭) পৌরসভাধীন গদখালী গ্রামের নাজমুল ইসলামের ছেলে। থানা সূত্র জানায়, শনিবার সকালে একটি মামলার (নং-১১(১৪) আসামী রুবেলকে পুলিশ আটক করে।

কলারোয়ায় বজলুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট
ফাইনালে সৈয়দ রাসেলের ঝিকরগাছা

Shamol Bangla Ads

কলারোয়ায় ৪র্থ বজলুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে জাতীয় দলের খেলোয়ার সৈয়দ রাসেলের ঝিকরগাছা জাগরণী সংসদ। ঝিকরগাছা জাগরণী সংসদ ৩৭রানে যশোর আরএন রোড ক্রীড়া চক্রকে পরাজিত করে ৪র্থ আসরের এ চ্যাম্পিয়নশীপের দৌড়ে টিকে থাকলো। শনিবার দুপুরে কলারোয়া হাইস্কুল মাঠে ডিউজ বলের এ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে টসে জিতে ঝিকরগাছা ব্যাট হাতে ১৯দশমিক২ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ১৮০রান সংগ্রহ করে। দলের পক্ষে কাজল সর্বোচ্চ হার না মানা ৫৬রান ও সৈয়দ রাসেল ১২রান করেন। প্রতিপক্ষ যশোর আরএন রোড ক্রীড়া চক্রের বোলার জাহিদ ৪উইকেট নেন। জবাবে যশোর ১৯দশমিক৫ ওভারে ১৪৩রানে গুটিয়ে যায়। যশোরের পক্ষে সাজু সর্বোচ্চ ৩২ রান ও শামীম ২১রান করেন। ঝিকরগাছার বোলার রুশাদ ৩উইকেট ও সৈয়দ রাসেল ১উইকেট নিজের ঝুড়িতে নেন। শুভ্র লিমিটেড ঘোষিত ট্রফি ও নগদ আড়াই হাজার টাকার ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার জিতেন ঝিকরগাছার খেলোয়ার কাজল। খেলা পরিচালনা করেন বদরুজ্জামান বিপ্লব ও মাসউদ পারভেজ মিলন। স্কোরারের দায়িত্বে ছিলেন মাজেদ ও লিটন। মনোমুগ্ধকর ধারাভাষ্যে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম ও মাস্টার শেখ শাহজাহান আলী শাহীন। এমআর ফাউন্ডেশনের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের অর্থায়নে এমআর ফাউন্ডেশন, উপজেলা ক্রীড়া সংস্থা ও পাবলিক ইন্সটিটিউটের আয়োজিত টুর্নামেন্টের এ খেলায় মাঠের চারপাশে বিপুল সংখ্যক দর্শক সমাগম পরিলক্ষিত হয়। খেলা উপভোগ করে পুরষ্কার বিতরণ করেন খুলান বিভাগীয় কর কমিশনার মনজুর আলম, ক্রীড়া সংগঠক আ.রহিম বাবু, জাহিদুর রহমান খাঁন চৌধুরী, কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সা.সম্পাদক এড.শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক আ.রব, উপাধ্যক্ষ রেজাউল ইসলাম প্রমুখ। আজ রবিবার একই মাঠে ২য় সেমিফাইনালে মুখোমুখি হবে সাতক্ষীরা এরিয়েন্স ক্লাব ও গণমূখি সংঘ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!