তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : একুশের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয় ঘোষণার মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কুমিল্লাবাসী। মহান একুশে ফেব্র“য়ারি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে কুমিল্লা টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তুরের মানুষের ঢল। একুশের প্রথম প্রহরে কুমিল্লা টাউন হলের সামনে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে পুষ্পস্তবক দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন- কুমিল্লা (দ.) জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল), কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবদুর রউফসহ কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন সমূহ, জেলা প্রশাসন, কুমিল্লা সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন, জেলা শিক্ষাবোর্ডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও এনজিও প্রতিনিধিবৃন্দ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী, জাতীয় সংসদ সদস্য, কুমিল্লা সিটি কর্পোরেশনেয়র মেয়র, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার শহীদ বেদী পুষ্পার্ঘ অর্পণের সাথে সাথে তোপধ্বনি দেয়া হয়। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। একই সময় শহীদ মিনারের সামনে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শহীদ মিনারে ফুল দিতে আসা সকল শ্রেণির মানুষ। এছাড়াও একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন -কুমিল্লা (দ.) জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, করেন কুমিল্লা প্রেস ক্লাব, ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশন, টিভি জার্নালিষ্ট এসোসিয়শন, জাসদ ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ, জাসাস, জাতীয়তাবাদী মহিলা দল, বিএমএ কুমিল্লা, নজরুল পরিষদ, কৃষিবিদ ইনস্টিটিউট, ঘাতক দালাল নির্মূল কমিটি, কেটিসিসিএ লি:, সনাক, সম্মিলিত নারী ফোরাম, ফিচার মিডিয়া ফোরাম, গণজাগরণ মঞ্চ, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউট, কুমিল্লা শিক্ষাবোর্ড কর্মচারী পরিষদ, ময়নামতি মেডিক্যাল হাসপাতাল, ইস্টার্ন মেডিকেল কলেজ, গণবিদ্যাপীঠ, অক্সফোর্ড চাইল্ড একাডেমী, নাহার ইন্টারন্যাশনাল, কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয়, কুমিল্লা গ্রামার স্কুল, বঙ্গবন্ধু শিশু একাডেমী, সংরাইশ বালিকা উচ্চ বিদ্যালয়, আফজল খান কারিগরি ও কমার্স কলেজ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, শিশু একাডেমী, তারার মেলা কাটাবিল, এথনিকা স্কুল, রোজ গার্ডেন স্কুল, কুমিল্লা মডার্ণ হাই স্কুল, কুমিল্লা প্রাইভেট পলিটেকনিক ইন্সটিউট, মুড়াপাড়া প্রতিভা ইন্টারন্যাশনাল স্কুল, কুমিল্লা মডার্ণ প্রাইমারি স্কুল, কুমিল্লা মডেল স্কুল, নজরুল মেমোরিয়াল একাডেমী, ইয়াং কিং কারাতে এসোসিয়েশন, মধুমিতা কচি কাঁচার মেলা, ফুলকলি খেলাঘর আসর, খেলাঘর কুমিল্লা জেলা কমিটি, শৈলরানী দেবী বালিকা উচ্চ বিদ্যালয়, হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয়, কুমিল্লা তায়াকায়নডো এসোসিয়েশন, হোচ্ছামিয়া লুৎফুন্নেছা বালিকা বিদ্যালয়, ঈশ্বর পাঠশালা, পুলিশ লাইন হাইস্কুল, লিটল ফাওয়ার ন্যাশনাল ক্যাডেট স্কুল, সিসিএন মডেল কলেজ, কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অন্যদিকে কুমিল্লার সামাজিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এসব অনুষ্ঠান পরিবেশনের জন্য কুমিল্লার সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনকে সাজানো হয়েছে বর্ণিল সাঁজে। ভাষা দিবসকে কেন্দ্র করে নগরীর টাউনহল মিলনায়তন গত কয়েকদিন ধরেই চলছে নানা আয়োজন।