কামরুজ্জামান, পোরশা (নওগাঁ): চলতি উপজেলা পরিষদ নির্বাচনে ঘোষিত তৃতীয় দফা তফসিল মোতাবেক পোরশা উপজেলায় আগামী ১৫মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনকে সামনে রেখে পোরশায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ না দেওয়া হলেও বসে নেই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। চেয়ারম্যান পদে নিজ দলের একাধীক প্রার্থী না থাকায় প্রতিদিন দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে সকাল থেকে রাতবধী কর্মী সম্মেলন, গণ-সংযোগ, সাধারন মানুষের সাথে কুশল বিনিময়, সালাম আদান-প্রদান ও বিভিন্ন গ্রামে গিয়ে নানা শ্রেনী পেশার জনগনের কাছে তাদের পক্ষে জনমত গড়ে তোলার আহŸান জানাচ্ছেন ও দোয়া প্রার্থনা করছেন । এছাড়াও তারা নির্বাচিত হলে উপজেলায় ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরছেন এলাকাবাসীর কাছে।
৬টি ইউনিয়ন নিয়ে গঠত পোরশা উপজেলায় বর্তমান পুরুষ ও নারী ভোটারের সংখ্যা ৮৫হাজার ৫’শ ৯২জন। তৃতীয় দফার উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্ধ না পেয়েও যারা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়ে দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন তারা হলেন বিএনপি সমর্থিত উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তৌফিকুর রহমান চৌধুরী, আওয়ামীলীগ সমর্থিত গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনারুল ইসলাম, জাতীয় পার্টি সমর্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান মাজেদ আলী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি কাওছার কামাল শাহ্।
অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ১৯দল সমর্থিত উপজেলা জামায়াতের আমির আব্দুছ ছালাম, যুবদল নেতা রবিউল উসলাম বকুল(বিদ্রোহী প্রার্থী), আওয়ামীলীগ সমর্থিত ইব্রাহী শাহ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত বর্তমান ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও আওয়ামীলীগ সমর্থিত ফাতেমা বেগম।