আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীর বাজারখালী গ্রামে শুক্রবার সন্ধ্যায় এক গৃহবধূকে জিম্মি করে স্বর্ণ অলংকার ও নগদ অর্থসহ ৫ (পাঁচ) লক্ষাধিক টাকার মালামাল লুন্ঠনের ঘটনা ঘটেছে। আমতলী থানার মামলার এজাহার সূত্রে জানা যায় শুক্রবার সন্ধ্যায় বাজারখালী গ্রামের ক্ষুদ্র ঔষুধ ব্যবসায়ী মনিরুজ্জামান রুবেল বাড়ীতে না থাকায় তার স্ত্রী মাসুমা আক্তারকে বাড়ীতে একা পেয়ে একই এলাকার বাইনবুনিয়া গ্রামের শাহ আলম, দেলোয়ারা, সোবাহান, শহিদুল ঘরামী, রিপন, মনু গাজী, রিয়াজ, শাহিন এদের একটি সঙ্গবদ্ধ দল ঘরে প্রবেশ করে মাসুমা আক্তারকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা বেঁধে বুকের উপর পাটা রেখে ঘরে থাকা স্বর্ণ অলংকার ও নগদ অর্থসহ ৫ (পাঁচ) লক্ষাধিক টাকার মালামাল লুন্ঠন করে নিয়ে যায়। এ ব্যাপারে মাসুমা আক্তারের স্বামী মনিরুজ্জামান রুবেল বাদী হয়ে ৮ জনকে আসামী করে আমতলী থানায় শনিবার দুপুরে একটি মামলা দায়ের করেন। আমতলী থানার ওসি সামসুল হক ও ওসি তদন্ত মোঃ আবদুলাহ ঘটনা স্থান পরিদর্শণ করেছেন।