আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। র্নিবাচন কালিন আচরন বিধি লংঙ্ঘন করা সংক্রান্ত আইন প্রয়োগের জন্য গত শুক্রবার থেকে ভ্রাম্যান আদালত পরিচালনার কাজ শুরু করা হয়েছে। সান্তাহারে বিআরটিএ আইন লংঘন করে রেজিষ্ট্রেশন বিহীন ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটর সাইকেল চালানোর দায়ে ১১ টি মোটর সাইকেল আটক করে ভ্রাম্যামন আদালতের মাধ্যমে ১ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। । গতকাল শুক্রবার সন্ধ্যায় বগুড়ার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরুজুল ইসলাম ফিরোজ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই রায় দেন।
আদমদীঘিতে আনারস মার্কা সমর্থকের খড়ের পালায় আগুন
বগুড়ার আদমদীঘি উপজেলার চাটখইর গ্রামে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজুর আনারস মার্কা প্রতিকের সমর্থক ফুলবরের খড়ের পালায় অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কেবা কার এ অগ্নি সংযোগের ঘটনাটি ঘটায় বলে জানাযায়।
চাটখইর গ্রামের খড়ের পালার মালিক ফুলবর রহমানের স্ত্রী তাছলিমা বেগম জানান কিছুদিন পূর্বে তার স্বামী সহ অনেক লোক আওয়ামীলীগে যোগদান করে। এরপর উপজেলা পরিষদ র্নির্বাচনে তারা আনারস মার্কা প্রতিকের পক্ষে সমর্থন নিয়ে ভোটের প্রচারনা করছিল। কয়েক দিন আগে তার স্বামী ফুলবরকে মারপিটও করা হয়। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মোটর সাইকেল মার্কা প্রতিকের সমর্থনে একটি মিছিল চাটখইর গ্রাম অতিক্রম করে হিন্দু পাড়ায় যাবার কিছু পর তাদের ১০ বিঘা জমির মারাই করা খড়ের পালায় অগ্নি সংযোগ করা হয়। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে দেন। রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি বলে জানা গেছে।