হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে শহীদ মিনার ভাংচুর করেছে দুবৃত্তরা। পুলিশ ও অন্যান্য সূত্রে জানাযায়, বৃহঃস্পতিবার(২০ফেব্রয়ারী) রাতে উপজেলার হুগলাকান্দি হাইস্কুল মাঠে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারটি দুবৃত্তরা ভেঙ্গে গুঁড়িয়ে দেয়।ফলে একুশ ফেব্রুয়ারীর প্রথম প্রহরে ওই এলাকার লোকজন,স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা ফুল দিতে এসে শহীদ মিনারটি ভাঙ্গা দেখতে পেয়ে স্থানীয় প্রশাসনকে খবর দেয়।এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ,হোসেনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন,জিনারী ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুছ,আওয়ামীলীগের সভাপতি আযুব আলী,সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হকসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করে দুষিদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।
এছাড়া শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণের অংশ গ্রহণে পুস্পস্তক অর্পণ,ভাষা শহীদদের আত্মার মাফফেরাত কামনায় দোয়া, প্রভাত ফেরী ,আলোচনা সভা ,চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্টিত হয়।