রানীনগর (নওগাঁ) প্রতিনিধি: রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক লাল গোলাপ পত্রিকার রাণীনগর উপজেলা প্রতিনিধি ও রাণীনগর প্রেস ক্লাবের সদস্য মীর হোসেন তপন’র অকাল মৃত্যুতে তার রুহের মাগফেরাত কমনা করে রাণীনগর প্রেস ক্লাবের আয়োজনে স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠীত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় রাণীনগর প্রেস ক্লাব ভবনে রাণীনগর প্রেস ক্লাব’র সভাপতি এসএম সাইফুল ইসলাম’র সভাপতিত্বে স্মরন সভায় বক্তব্য রাখেন, রাণীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও নবনির্বাচিত রাণীনগর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ, সাবেক সভাপতি কাজী কিবরিয়া, সাবেক সভাপতি মুরাদ চৌধুরী সেলিম, সহ-সভাপতি অরুন বোস, সাবেক সাধারন সম্পাদক শাহরুখ হোসেন আহাদ, যুগ্ন সাধারন সম্পাদক সাইদুজ্জামান সাগর,শহিদুল ইসলাম,এমএ রউফ রিপন,আফজাল হোসেন,মামুনুর রশিদ,মিল্টন খন্দকার,মমতাজ সাথী,সাহাজুল ইসলাম প্রমুখ। স্মরনসভা শেষে বাদ জুমা রাণীনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মাহফিল অনুষ্ঠীত হয়।