পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতাঃ পুঠিয়া উপজেলায় আসন্ন উপজেলা নির্বাচনে একক প্রার্থী ঘোষনায় বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক বর্ধিত সভা পুঠিয়া হাইস্কুল চত্তরে অনুষ্ঠিত হয়। পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-৫ এর সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারার সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ (স্বপন) এম.পি। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকতার জাহান, সাধারন সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ ওমর ফারুক চৌধুরী এম.পি, যুগ্ম সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, অধ্যক্ষ মনিরুল ইসলাম তাজুল ও সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ লায়েব উদ্দীন লাভলু। বর্ধিত সভায় তৃনমূলের গোপন ভোটে রাত ১০.৩০মিঃ আসন্ন উপজেলা নির্বাচনে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে আহসানুল হক মাসুদ, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে আঃ হান্নান ও ভাইস চেয়ারম্যান মহিলা পদে আকলিমা খাতুনের নাম ঘোষনা করেন প্রধান অতিথি।