ঝালকাঠি সংবাদদাতাঃ- ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা গতকাল শুক্রবার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত¡রে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার। বক্তব্য রাখেন উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা স্বপন কুমার হালদার, শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ, সম্পাদক এম এম তারিকুজ্জামান, কাঠালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ। এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলেন শহীদ মিনারে পুষ্পর্বক অর্পন, প্রভাত ফেরী ও র্যালী, বর্ণমালা লিখন, চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঝালকাঠি সদর,নলছিটি ও রাজাপুরের ও যথাযথ মর্যাদায় মাতৃভাষা দিবস নানা আয়োজনে পালিত হয়েছে।