জামালপুর সংবাদদাতা : সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রাত ১২টা ১ মিনিটে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি পুস্পস্তবক অর্পণ করেন। পরে জেলা প্রশাসক,পুলিশ সুপার ও বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।
মেলান্দহে মহান একুশে ফেব্রুয়ারী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। রাত ১২টা ১মিনিটে দিবসটির শুভ সূচনা হয়। উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। উপজেলা প্রশাসন বই মেলার আয়োজন করে। বই মেলায় নতুন বই দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ও মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহ্ জামাল রচিত কবিতার বই ’ মা-মাটির কষ্ট’ এবং কথাসাহিত্যিক এস.এম. জুলফিকার আলী লেবু রচিত উপন্যাস ’শেষ লেখা’ স্থান পায়। এছাড়া সরিষাবাড়িতে তিনদিনের বই মেলার আয়োজন করা হয়।
পারি ডেভেলাপমেন্ট ট্রাস্ট আয়োজিত কেজিএস মহর সোবহান হাই স্কুল ও মালঞ্চ এম এ গফুর হাই স্কুলে বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।