গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডাকাত সন্দেহে জনগনের সাথে র্যাবের সংঘর্ষ ও ফাঁকা গুলি বর্ষনের ঘটনা ঘটেছে। স্থানীয় জনগন জানান, বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৭টায় রহনপুর খোয়ারমোড় থেকে মিশুক ড্রাইভার বাবু যাত্রী নিয়ে আড্ডা যাওয়ার পথে দামপুরা এলাকায় তার মিশুক আটক করে র্যাব সদস্যরা তল্লাশি চালায়। এবং বাবু সহ যাত্রীদের মারধর করে বাবুকে আটক করে। বাবু এর প্রতিবাদ করলে তাকে ছেড়ে দেয় । মিশুকের যাত্রীরা পালিয়ে গিয়ে ঘটনাটি দ্রæত গতিতে মোবাইলে মাধ্যমে চারিদিকে ছড়িয়ে দেয় যে, ডাকাতি হচ্ছে। এই খবরে হাজার হাজার জনগন চারিদিক থেকে লাঠিসোটা নিয়ে জোড়ালমোড় নামক স্থানে রাত ৯টায় র্যাবকে ঘিরে ফেলে। সেখানে সিভিল ড্রেসে থাকা মেজর হামিদ জনগনকে র্যাব পরিচয় দেন;কিন্তু জনগনের সন্দেহ হলে তাদের সাথে জনগনের বাগবিতন্ডা হয় সেখানে জনগনকে শান্ত করার জন্য র্যাব ২/৩ রাউন্ড ফাকা গুলি ছুড়লে জনগন আরো উত্তেজিত হয়ে পড়ে। গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার খবর পেয়ে ঘটনা স্থলে পৌছেন এবং তাদের সাথে কথা বলে র্যাব-৫ সদস্য নিশ্চিত হয়ে জনগনকে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। পরবর্তীতে রহনপুর থেকে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস জনগনকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু জনগন র্যাবকে ক্ষমা চাইতে হবে শর্ত দিলে এমপি ঘটনাস্থল ত্যাগ করে চলে আসেন। পরবর্তীতে রাজশাহী থেকে অতিরিক্ত র্যাব ও রিজার্ভ পুলিশ এসে জনগনকে ছত্রভঙ্গ করে অবরুদ্ধ র্যাবদের রাত ১২ টায় উদ্ধার করে নিয়ে যায়। এ বিষয়ে র্যাব-৫ এর সি ও’র সাথে যোগাযোগ করা হলে তিনি গুলির বিষয়টি নিশ্চিত করেন এবং জনগনের সাথে ভুল বুঝা বোঝির কারনে এ ঘটনার সূত্রপাত।