কুষ্টিয়া প্রতিনিধি : শুক্রবার ২১ ফেব্রয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একুশে ফেব্র“য়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ। ১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা এবং আর্থ-রাজনৈতিক প্রেরণা। তারই পথ ধরে শুরু হয় বাঙালি স্বাধীকার আন্দোলন এবং একাত্তরে নয় মাস পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ভাষা আন্দোলনের ৬২ বছর পূর্ণ হবে আজ। বস্তুত একুশে ফেব্র“য়ারি একদিকে শোকাবহ হলেও এর অন্যদিকে আছে গৌরবোজ্জ্বল অধ্যায়। কারণ পৃথিবীর একমাত্র জাতি বাঙালি ভাষার জন্য এদিন জীবন দিয়েছিল। ইউনেস্কো ১৯৯৯ সালে ঐতিহাসিক একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও দিবসটি পালিত হচ্ছে।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। রাত ১২ টা ১ মিনিটে ২১শের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার কালেক্টরেট চত্বরে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ। এরপর বিভিন্ন রাজনৈতিক,সাংস্কৃতি,সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পন করেন।এদিকে কেন্দ্রীয় শহীদ মিনার কালেক্টরেট চত্বরে ২১শে ফেব্রুয়ারী থেকে তিনদিনব্যাপী বইমেলার উদ্বোধন করবেন কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত চলবে এ মেলা।
ইবিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
কুষ্টিয়া : ইসলামী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে ২১ এর প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেছেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল হাকিম সরকার ও উপ উপাচার্য প্রফেসর ড. শাহীনুর রহমান।
এছাড়া বঙ্গবন্ধু পরিষদ ও বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে মহান ভাষান্দোলনের বীর শহীদদের স্মরণ করেন।