মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আজ বাংলাদেশে বাংলা ভাষা প্রতিষ্ঠিত । সারা বিশ্বে মাতৃভাষা দিবস হিসেবে ২১ফের্রুয়ারী পালিত হচ্ছে । সারা দেশের ন্যায় মধুখালীতে গতকাল শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মধুখালী কেন্দ্রী শহীদ মিনারে সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। উপজেলা প্রশাসনের তত্তাবধানে প্রশাসনের পক্ষ থেকে ১২টা ১ মিনেটে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মঞ্জু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শরিফুল ইসলামকে সাথে নিয়ে প্রথম ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন । এর পরই একের পর এক বাংলাদেশ আওয়ামীলীগ ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল,জাতীয় পার্টি,বাংলাদেশের ওয়াকার্স পার্টি,বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি,মধুখালী প্রেসক্লাব,বিভিন্ন ছাত্র সংগঠন,যুব সংগঠন স্কুল কলেজ ও সামাজিক সংগঠন শহীদ মিনারে পুস্প স্তাবক অর্পন করে ।
ব্যাসদী রাশিদা নবী উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
মধুখালী (ফরিদপুর) : শুক্রবার ব্যাসদী রাশিদা নবী উচ্চ বিদ্যালয়ে ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে । ভোরে বিদ্যালয় মাঠে অস্থায়ী শহীদ মিনারে পুস্প মাল্য দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান হয় এতে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র/ছাত্রী,অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পরিষদ অংগ্রহণ করে। এ সময় উপস্থি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ ইসহাক আলী দুলাল , প্রতিষ্ঠাতা সদস্য শাহজাহান হেলাল,ফরিদ মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.তারিকুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক কাকলী গোস্বামী,ব্যাসদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃজিয়াউর রহমান জুয়েলসহ সদস্য ,অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা ।
আলোচনা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়