ads

শুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০১৪ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগৈলঝাড়া ও বানারীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত : আগৈলঝাড়া উপজেলার প্রার্থীদের নাম ঘোষণায় বিক্ষোভ

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০১৪ ৬:৫৫ অপরাহ্ণ

Photo- Agailjharaআগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী নির্ধারণী সভায় প্রার্থীদের নাম ঘোষণা করা হলে বিক্ষোভে ফেটে পরে সমর্থন বঞ্চিত অন্যান্য প্রার্থী ও তাদের সমর্থকরা। বিক্ষুব্ধরা একাধিক মোটরসাইকেল ভাংচুর করেছে। পুলিশের লাঠিচার্জে এক ছাত্রলীগ নেতা আহত হয়েছে। পুলিশ একজনকে আটকের পর ছেড়ে দিয়েছে। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে সমর্থন বঞ্চিতরা প্রার্থীতা ঘোষণা করেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে জেলা আওয়ামীলীগ সভাপতি ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর আগৈলঝাড়ার সেরালস্থ বাসভবনে তার সভাপতিত্বে উপজেলা পরিষদ নির্বাচনে দলের একক প্রার্থী নির্ধারণ বিষয়ে জেলা আওয়ামীলীগের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ও বরিশাল-২ আসনের এমপি এ্যাড.তালুকদার মো. ইউনুস, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও অগ্রণী ব্যাংকের পরিচালক এ্যাড. বলরাম পোদ্দার। সভায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, ভাইস চেয়ারম্যান পদে অমিয় লাল চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মলিনা রানী রায়কে দলীয়ভাবে সমর্থন দেবার সিদ্ধান্ত ঘোষণা হলে আবুল হাসানাত আব্দুল্লাহর বাসভবনের বাইরে সমর্থন বঞ্চিত অন্যান্য প্রার্থী ও তাদের সমর্থকরা বিক্ষোভে ফেটে পরে। এসময় তারা চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। বিক্ষুব্ধরা একাধিক মোটরসাইকেল ভাংচুর করেছে। বিক্ষোভ থামাতে গিয়ে তোপের মুখে পরেন বরিশাল জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বরিশাল-২ আসনের এমপি এ্যাড. তালুকদার মো. ইউনুস। এসময় তাকে নিরাপদ রাখার জন্য পুলিশ লাঠিচার্জ করলে কলেজ ছাত্রলীগ অর্থ সম্পাদক সাগর সেরনিয়াবাত আহত হয়। আবুল হাসানাত আব্দুল্লাহর বাড়ির সামনের মাঠে বিক্ষুব্ধরা খন্ড খন্ড মিছিল বের করে। পরে এক প্রতিবাদ সভায় আওয়ামীলীগ নেতা রুস্তুম সেরনিয়াবাত চেয়ারম্যান পদে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলের মহিলা নেত্রী পেয়ারা ফারুক বখতিয়ার প্রার্থীতা ঘোষণা করেন।
একইদিন দুপুরে অপর এক সভায় বানারীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় সমর্থিত একক প্রার্থী প্যানেল চূড়ান্ত করা হয়। সভায় বক্তব্য রাখেন বর্তমান উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, বানারীপাড়া পৌর মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা, উপজেলা আ’লীগ সভাপতি এ্যাড. সুভাষ চন্দ্র শীল, সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান এ্যাড. মাওলাদ হোসেন সানা, মহিলা ভাইস চেয়ারম্যান আমিরুন্নেসা বেগম, আ’লীগ নেতা শাহাবুদ্দিন সরদার, আ. সোবহান. মাহাবুব হোসেন। সভায় চেয়ারম্যান পদে ১২ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থীতা ঘোষণা করেণ। প্রধান অতিথি আবুল হাসানাত আব্দুল্লাহ চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান গোলাম ফারুক, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শরীফুদ্দিন আহমেদ কিসলু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সৈয়দা তাসলিমা বেগম ফ্লোরাকে বানারীপাড়া উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত একক প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন।

আগৈলঝাড়ায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

Shamol Bangla Ads

আগৈলঝাড়া (বরিশাল) : যথাযোগ্য মর্যাদায় বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারি উদ্যাপিত হয়েছে। রাতের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ, প্রশাসন, মুক্তিযোদ্ধা, প্রেসক্লাব, চেতনায় একাত্তর প্রজন্ম, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে স্ব স্ব সংগঠনের নেতৃবৃন্দরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।  শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে প্রভাত ফেরির মাধ্যমে শহীদ মিনার প্রঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউসুফ মোল্লা, ওসি মো. সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সস্পাদক যতীন্দ্রনাথ মিস্ত্রী, মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, আওয়ামীলীগ নেতা ড. নীলকান্ত বেপারী প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও বিভিন্ন কর্মসূচী পালনের খবর পাওয়া গেছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!