লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ভেলাগুড়ি ইউনিয়নের জাওরানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল রায় ও জনতা ব্যাংকের ফিল্ড অফিসার মতিয়ার রহমানের বিরুদ্ধে অর্ধ-লক্ষধিক উপ-বৃত্তি’র টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভেলাগুড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আঃ ছাত্তার ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি মোন্নাফ জানান, প্রধান শিক্ষক মৃনাল রায় ও হাতীবান্ধা জনতা ব্যাংক’র ফিল্ড অফিসার মতিয়ার রহমানের সহযোগিতায় একটি ভুয়া মাষ্টার রোল তৈরী করেন। তৈরীকৃত মাষ্টার রোল দিয়ে গত সোমবার ১৭৬ জন শিক্ষার্থীর বিপরীতে ৪৯ হাজার ৮ শত টাকা উত্তোলন করে প্রধান শিক্ষকসহ কয়েকজন ভাগাভাগি করে নেয়। ইউ-পি সদস্য আঃ ছাত্তার বিষয়টি জানতে পেয়ে বিভিন্ন স্থানে অভিযোগ করেন। এ ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার গতকাল প্রধান শিক্ষক মৃনাল রায়কে সাময়িক বরখাস্ত করেন ।
প্রধান শিক্ষক মৃনাল রায় জানান, ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে সন্ধ্যা হওয়ায় ওই দিন টাকা বিতরণ করা সম্ভব হয়নি। পরের দিন তা বিতরণ করতে গেলে স্থানীয় ইউ-পি সদস্য আঃ ছাত্তার তাকে বাধা দেয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি মোন্নাফ জানান, তিনি টাকা উত্তোলনের বিষয়ে কিছুই জানেন না।
হাতীবান্ধা জনতা ব্যাংকের ফিল্ড অফিসার মতিয়ার রহমান উপ-বৃত্তি’র টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করে জানান, তিনি সম্পূর্ণ টাকা প্রধান শিক্ষককে দিয়েছেন।
হাতীবান্ধা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্বাস আলী জানান, ইতিমধ্যে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।