সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ সুজন-সুুশাসনের জন্য নাগরিক সাপাহার উপজেলা কমিটির উদ্যোগে উপজেলা নির্বাচনে প্রতিদ্ব›দ্বী সকল চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বুধবার বিকেলে উপজেলার জিরো পয়েন্টে স্বাধীনতার মঞ্চে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল হক মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কমিটির সহ সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল জলিল, সম্পাদক সাংবাদিক তছলিম উদ্দীন, আছির উদ্দীন, হারুন অর রশিদ, সদস্য মোঃ আব্দুর রশিদ প্রমুখ বক্তব্য প্রদান করেন। পরে সকল চেয়রম্যান ভাইস চেয়ারম্যন মহিলা ভাইস চেয়ারম্যান প্রর্থীগন জনগনের মুখোমুখি দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে তাদের নিজ নিজ কর্মপরিকল্পনার কথা উলেখ করে বক্তব্য প্রদান করেন ও জনগনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় উপজেলার বিভিন্ন এলাকার অসংখ্য ভোটার দর্শক নিরবে দাঁড়িয়ে অনুষ্ঠনটি উপভোগ করেন। অনুষ্ঠান শেষে সঠিক ও যোগ্য প্রার্থী নির্বাচনে দর্শকদের উদ্দেশ্যে প্রজেক্টরের মাধ্যমে একটি প্রামান্য চিত্র প্রদর্শন ও সাপাহার উপজেলা সুজন কমিটিকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।