শহিদুল ইসলাম হিরা, শেরপুর : শেরপুরে বেসরকারি সংস্থা সেবা পরিষদের (এসপি) আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ২০ ফেব্র“য়ারী বৃহস্পতিবার বিকেলে প্রতিবন্ধিদের মাঝে সেলাই মেশিন, স্ক্র্যাচ, ছাগল, হুইল চেয়ার ও নাপিতের চুলকাটা সামগ্রী বিতরণ করা হয়। গ্রামীণ প্রতিবন্ধিদের দারিদ্র দুরীকরণ প্রকল্পের আওতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় প্রতিবন্ধিদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার আইরীন ফারজানার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন শেরপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুস সালাম, যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান, সহকারী কৃষি স¤প্রসারণ কর্মকর্তা আঃ গফুর, উপ-সহকারী প্রকৌশলী নেজামুল হক, বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া, ক্যাপ এর নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সেবা পরিষদের নির্বাহী পরিচালক মো. জয়নাল আবেদীন।
এ সময় ৪ জন প্রতিবন্ধিকে সেলাই মেশিন, ৫ জনকে স্ক্যাচ, ৫ জনকে ছাগল, ৩ জনকে নাপিতের চুলকাটা সামগ্রী, ২ জনকে হুইল চেয়ার প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে অবিষ্ঠ গণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আঃ ছাত্তার, সুনীতি সংঘের নির্বাহী পরিচালক এস এম সোয়েব হোসেন সুমন, বহুমুখী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ীতা নারী ইসমত আরা, সেতুর নির্বাহী পরিচালক আল মাসুদ লাভলু, শারি’র সমন্বয়কারী সোলায়মান হোসেনসহ জেলার বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।