শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার অর্ন্তগত রাণীশিমূল ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে ফৌজিয়া আতিয়া বানু আলুনি আইনগত ভাবে কর্মে বহালের আদেশ লাভ করেছেন। এই আদেশে দীর্ঘ দিনের বহুল আলোচিত ঘটনার অবসান হলো। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা’র চেয়ারম্যানের আদেশক্রমে ৩০/০১/২০১৪ ইং তারিখের ১৪৩ (ক)/শের/৭৮৩ (ক) নং স্মারক মূলে বিদ্যালয় পরিদর্শক মোঃ শাহেদুল খবির চৌধুরী ইস্যুকৃত এক বার্তায় ওই আদেশ দেযা হয়।
উলেখ্য, ১৯৯৭ সালে আতিয়া বানু ওই বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে দায়িত্ব পালন করে আসছিলেন। ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ হারুন-উর-রশিদ অবসরকালে ৬ জন সিনিয়র শিক্ষককে বাদ দিয়ে সহকারী শিক্ষক তার শ্যালিকাকে জৈষ্ঠ্যতা লঙ্ঘন করে নিয়োগ দিলে প্রতিষ্ঠানে অশান্তির সৃষ্টি হয়। ফলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা মোকদ্দমার সৃষ্টি হয়। এছাড়া প্রতিষ্ঠানে চুরি ও সহিংস মূলক ঘটনা ঘটায় এলাকায় অশান্তি পরিলক্ষিত হয়। মামলা গুলোর ঘানি টেনে সর্বস্বান্ত হয়ে পড়েন এই নারী।
অবশেষে মামলার রায় ও আদেশ ফৌজিয়ার পক্ষে আসায় সর্বপুরি আরবিটেশন বোর্ডের রায়ের প্রেক্ষিতে স্বপদে বহাল হন তিনি। মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীন ২০১৩ সালে বেগম রোকেয়া দিবসে শ্রীবরদী উপজেলা প্রশাসন সাহসিকতা, শিক্ষা এবং চাকুরী ক্ষেত্রে অনবদ্য অবদান রাখার জন্য ফৌজিয়া আতিয়া বানুকে শ্রেষ্ঠ নারী নির্বাচিত করে “বেগম রোকেয়া পদক”, ক্রেস্ট ও সনদ প্রদান করেন।