পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় পৌর বাজারের অবৈধ দখল উচ্ছেদ ও প্রকৃত ব্যবসায়ীদের পুনঃবাসনের নির্দেশ দিয়েছেন স্থানীয় এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হক। তিনি বুধবার সকালে পৌর বাজারে নির্মানাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্ধারিত স্থান ও উচ্ছেদকৃত এলাকা পরিদর্শনকালে আগামী ১৫ দিনের মধ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং উচ্ছেদকৃত প্রকৃত ব্যবসায়ীদের পুনঃবাসনের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। পরিদর্শনকালে তিনি মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, সাবেক ভারপ্রাপ্ত মেয়র শেখ কামরুল হাসান টিপু, এমপি পুত্র, শেখ মনিরুল ইসলাম, শেখ রাসেল, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু, ব্যবসায়ী দাউদ শরীফ, আব্দুল মাজেদ, শামীম হোসেন, যুবলীগ নেতা আব্দুস সাত্তার, শেখ শহীদ হোসেন বাবুল ও শেখ রাজু আহম্মেদ। এর আগে এমপি এ্যাড. শেখ নুরুল হকের সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মতবিনিময় সভা অনষ্ঠিত হয়।
পাইকগাছায় একুশে ফেব্রুয়ারীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় মহান একুশে ফেব্র“য়ারী ও জাতীয় শহীদ দিবস উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা বুধবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরীফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার বিভাষ চন্দ্র সাহা, অধ্যক্ষ রবিউল ইসলাম, প্রধান শিক্ষক সুরাইয়া বানু, অপু মন্ডল, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, প্রকাশ ঘোষ বিধান, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, এ্যাড. শফিকুল ইসলাম কচিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
পাইকগাছায় বিএনপি’র দলীয় বৈঠকে দু’চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ঘোষনা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বিএনপি’র দলীয় বৈঠকে মনোনয়ন প্রত্যাহার করে উপজেলা নির্বাচনে দলীয় মনোনিত প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষনা দিয়েছেন দু’চেয়ারম্যানপ্রার্থী জেলা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আব্দুল মজিদ ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাদুল ইসলাম। বৈঠকে দলের দুঃসময়ে নেতাকর্মীদের খোজ খবর না রাখার জন্য দলীয় চেয়ারম্যান প্রাথী এ্যাড. স.ম বাবর আলীর উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন তৃনমুল নেতাকর্মীরা। বুধবার বিকালে দলীয় কার্যালয়ে থানা বিএনপি’র সভাপতি এ্যাড. জিএ সবুরের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উলেখ্য আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে চেয়ারম্যানপদে জেলা বিএনপি’র উপদেষ্ঠা মন্ডলীর সদস্য সাবেক এমপি এ্যাড. স.ম বাবর আলী, জেলা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আব্দুল মজিদ ও জেলা যুবদলের সাবেক সভাপতি ইমাদুল ইসলাম মনোনয়ন পত্র জমা দেন। এদিকে মনোনয়ন প্রত্যাশী ৩ প্রার্থীর মধ্যে ইতোমধ্যে জেলা বিএনপি এ্যাড. স.ম বাবর আলীকে দলীয় প্রার্থী ঘোষনা দিলে দলীয় প্রার্থী ঘোষনার ক্ষেত্রে পুনরায় বিবেচনার জন্য মনোনয়ন প্রত্যাশী অপর দু’প্রার্থী জেলা বিএনপি’র নিকট রিভিউ আবেদন করেন এবং ৩ প্রার্থী নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাওয়ার ফলে দলীয় প্রার্থী নিয়ে সংকট সৃষ্টি হয়। অবশেষে বুধবার দলের তৃনমূল বৈঠকে রিভিউ আবেদন খারিজের বিষয়টি নিশ্চিত হলে দলীয় মনোনিত প্রার্থী এ্যাড. স.ম বাবর আলীর পক্ষে কাজ করার ঘোষনা দেন চেয়ারম্যান প্রার্থী ডাঃ আব্দুল মজিদ ও ইমাদুল ইসলাম। অপরদিকে বৈঠকে দু’ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক ও মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু দুঃসময়ে দলের তৃনমুল নেতাকর্মীদের খোজখবর না রাখার জন্য স.ম বাবর আলীর উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলহাজ্ব এ্যাড. আবু সাঈদ, অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান রাবেয়া হোসেন, সরদার আব্দুল মতিন, শেখ সাদেকুজ্জামান, এটিএম মনিরুজ্জামান মনি, সেলিম রেজা লাকি, হারুন-অর-রশীদ, প্রভাষক শহীদূল ইসলাম, আসলাম পারভেজ, বেনজির আহম্মেদ লাল, তুষার কান্তি মন্ডল, ছাত্রনেতা আবু তালেব, আবুল হোসেন, ইমরান হোসেন, দীপংকর বাবুসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।