নরসিংদী প্রতিনিধি : ইটালি যাওয়া হলোনা লিজা আক্তারের (২২)। গত বুধবার গভীর রাতে লিজার স্বামী শাহীন মিয়া (২৮) এবং তাদের অপর দুই বন্ধু রায়হান (২৬) ও পিয়াস (২৫)সহ ৪ জন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নির্মমভাবে মৃত্যু বরণ করেন।
বুধবার গভীর রাতে উল্লেখিতরা একটি মাইক্রোবাস যোগে স্ত্রী লিজা আক্তারকে ইটালিতে পাঠানোর জন্য ঢাকা বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার নারায়নপুরের নিকট কাঙ্গালিয়া নামক স্থানে পৌছলে রাত অনুমান দেড়টায় বিপরীত দিক আসা ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রাবাহী বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখী সংর্ঘষ ঘটে। এতে ঘটনাস্থলেই ইটালি প্রবাসী লিজা আক্তার, তার স্বামী শাহীন মিয়া, এবং তাদের দুই বন্ধু ভৈরবের ব্যবসায়ী রায়হান ও পিয়াস নিহত হয়। এতে মাইক্রোবাসের চালক গুরুত্বর আহত হয়েছে। বেলাব থানা পুলিশ ৪ জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। স্বামী শাহীন ও স্ত্রী লিজা আক্তারের বাড়ী কিশোরগঞ্জ এবং তাদের দুই বন্ধু রায়হান ও পিয়াস এর বাড়ী ভৈরবে বলে জানা গেছে।