নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : ১৯শে ফেব্রুয়ারি নন্দীগ্রাম পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমির নুরুল ইসলাম মন্ডল (আনারস) ৪৫৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব বিএনপি নেতা তহিদুর রহমান খান শামীম চৌধুরী (টেলিফোন) ২১৭১১ ভোট পায়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান (চিংড়িমাছ) ১১৪০১ ভোট পেয়েছে। তিনি আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সভাপতি একে আজাদ (টিউবওয়েল) ২০৯৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আওয়ামী লীগ প্রার্থী দুলাল চন্দ্র মোহন্ত (মাইক) ২০০১০ ভোট পায়। উপজেলা যুবদলের সভাপতি মো.আলেকজান্ডার (বই) ১৭৩৬৮ ভোট পেয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জান্নাতুল ফেরদৌস (প্রজাপতি) ৩৩৯১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব খালেদা বেগম (পদ্মফুল) ১৯৯০৬ ভোট পায়। আশরাফুন্নেছা (কলস) ১৩৬৯১ ভোট পেয়েছে। নন্দীগ্রাম উপজেলার মোট ভোটার সংখ্যা ১২৭১১১ জন। এর মধ্যে ৭০.২ ভাগ ভোটার ভোট প্রয়োগ করেছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।