ইউসুফ আলী মন্ডল, নকলা (শেরপুর) : শেরপুরের নকলা উপজেলার নদী বেষ্ঠিত নীচু এলাকায় সমতল করার লক্ষ্যে দু’পাশে মাটি দিয়ে ভরাট করে একটি সুপরিকল্পিত রাবার ড্যাম প্রকল্প বাস্তবায়ন হওয়ার ফলে এলাকার প্রায় শতাধিক সবজি চাষী এবং তিন থানার নকলা, হালুয়াঘাট ও নালিতাবাড়ী সীমান্ত বাসিন্দাদের মাঝে প্রাণ ফিরে এসেছে। কৃষি স¤প্রসারণ অধিদপ্তর এই প্রকল্পের জন্য কৃষি মতিয়া চৌধুরীর নিকট আবেদন করলে তা বাস্তবায়ন করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল.জি.ই.ডি শেরপুর ১৩ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে ১শ মিটার রাবার ড্যাম বাস্তবায়ন করছে। নদী ভাঙ্গনে বালুরচর জমে কৃষি আবাদ নষ্ট হতো এখন সেই অনাবাদি জমিতে ৩ ফসলি জমিতে রূপান্তর হয়ে অনেক কৃষি পরিবার স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। ৫ লাখ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন রাবার ড্যামটি গুনগত ভাল উপকরণ দিয়ে নির্মাণ হচ্ছে বলে নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফ হোসেন জানান। নকলা উপজেলা প্রকৌশলী সালমান রহমান রাসেল জানান, কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর একক প্রচেষ্টায় ও আর্থিক সহায়তা প্রদানের বদৌলতে এই রাবার ড্যাম প্রকল্পটি বাস্তবায়ন হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানায়, এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে এই রাবার ড্যাম। ঠিকাদার রুকনুজ্জামান বাহাদুর জানান, রাবার ড্যামটি প্রতিনিয়ত পরীক্ষা মূলক অধিকরত গুনগত ভাল উপকরন দিয়ে দ্রুত নির্মাণ করা হয়েছে।