ads

বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০১৪ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দ্বিতীয় তফসিলে ২৭ ফেব্রুয়ারি ও তৃতীয় তফসিলে ১৫ মার্চ ভোট গ্রহণ কুমিল্লার ৯ উপজেলায় ১২৫ প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০১৪ ৫:০৯ অপরাহ্ণ
দ্বিতীয় তফসিলে ২৭ ফেব্রুয়ারি ও তৃতীয় তফসিলে ১৫ মার্চ ভোট গ্রহণ কুমিল্লার ৯ উপজেলায় ১২৫ প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন

তাপস চন্দ্র সরকার,কুমিল­া প্রতিনিধি : উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে কুমিল­ার ৯ উপজেলায় প্রার্থীরা নিজেদের ভাবমূর্তি লড়াইয়ে জোরেশোরে প্রচারণায় নেমেছেন। মাঠে রয়েছেন ১৯ দলীয় ও ১৪ দলীয় জোটের সমর্থিত ও বিদ্রোহী সহ ১শ ২৫ জন প্রার্থী। বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য  স্থানীয়ভাবে দফায় দফায় বৈঠক করেও সমাধানে পৌছতে না পারায় স্বতন্ত্র প্রার্থীরাও আঁটঘাট বেঁধে প্রচারণায় নেমেছেন। দিন-রাত অবিরাম প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। উঠান বৈঠক, গণসংযোগ, সভা-সমাবেশ চলছে প্রতিনিয়ত।
নির্বাচন কমিশন ৪টি তফসিল ঘোষণা করা হলেও প্রথম তফসিলে কুমিল­ার কোন উপজেলা ছিল না। দ্বিতীয় তফসিলে জেলার দেবিদ্বার, লাকসাম ও মনোহরগঞ্জসহ ৩টি উপজেলার নাম ঘোষণা করায় ওই উপজেলা গুলোতে  ইতোমধ্যে চেয়ারম্যান পদে ১১জন, ভাইস চেয়ারম্যান পদে ১২জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮জনসহ ৩১জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি নির্বাচনের প্রার্থীরাও প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন।
এদিকে, তৃতীয় তফসিলে ঘোষিত অনুযায়ী কুমিল­া জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার রাসেদুল ইসলাম জানান- ৬ উপজেলায় ১শ ৭ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই কালে চেয়ারম্যান পদে ৩৬জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৯জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৮জন প্রার্থীসহ ৯৪জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং হলফনামা স্বাক্ষর ও ঋণ খেলাপীর অভিযোগে ১৩জন প্রার্থী মনোনয়ন বাতিল করা হয়েছে।
তৃতীয় তফসিলে ঘোষিত জেলার হোমনা, তিতাস, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, নাঙ্গলকোট ও চৌদ্দগ্রামসহ ৬টি উপজেলায় প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ হয় শনিবার। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ মুহুর্ত পর্যন্ত ওই ৬ উপজেলায় চেয়ারম্যান পদে ৪৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪২জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০ প্রার্থীর মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে বুড়িচং উপজেলায় চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান পদে ১১ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন রয়েছে। ব্রাহ্মপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান পদে ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন। হোমনা উপজেলায় চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন। তিতাস উপজেলায় চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান পদে ৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন। চৌদ্দগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে ৭, ভাইস চেয়ারম্যান পদে ৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন। ওই ৬ উপজেলায় মনোনয়নপত্র জমাকৃত চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বুড়িচংয়ে বিএনপি’র একক প্রার্থী মিজানুর রহমান থাকলেও আওয়ামীলীগের ৪ প্রার্থী ও জামায়াত ইসলামীর ২ প্রার্থীর মনোনয়ন জমা হয়েছে। ব্রাহ্মনপাড়া উপজেলায়ও বিএনপি একক প্রার্থীর বিপরীতে আওয়ামীলীগের ৬ প্রার্থী, হোমনা উপজেলায় বিএনপি’র একক প্রার্থী এড. আজিজুর রহমান মোল­ার বিপরীতে আওয়ামীলীগের ৩ ও এক স্বতন্ত্র প্রার্থী রয়েছে। তিতাস উপজেলায় বিএনপি’র ২ প্রার্থীর বিপরীতে আওয়ামীলীগের ৩ প্রার্থী ও তিন স্বতন্ত্র প্রার্থী রয়েছে। নাঙ্গলকোটে বিএনপি’র ২ প্রার্থী, আওয়ামীলীগের ৩ প্রার্থী, জাতীয়পার্টির একক প্রার্থী ও স্বতন্ত্র ৫ প্রার্থী রয়েছে। একমাত্র চৌদ্দগ্রাম উপজেলায় আওয়ামীলীগের একক প্রার্থীর বিপরীতে বিএনপি’র ৩ প্রার্থী, ইসলামী ঐক্যজোটের ১ ও স্বতন্ত্র ২ প্রার্থী রয়েছে।
মনোনয়ন জমা দেয়ার পর ৬ উপজেলার ১৭ ফেব্র“য়ারী যাচাই বাছাই শেষে ৯ চেয়ারম্যান ও ৪ ভাইস চেয়ারম্যানসহ ১৩ জনের মনোনয়ন বাতিল করা হয়। এর মধ্যে বুড়িচং ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। তিতাস উপজেলায় ১ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। চৌদ্দগ্রাম উপজেলায় ৩ চেয়ারম্যান প্রার্থীর বাতিল হয়। নাঙ্গলকোটে ৪ চেয়ারম্যান ও ২ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল। ব্রাহ্মণপাড়া উপজেলায় কোন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল না হওয়ায় উপজেলায় চেয়ারম্যান পদে ৭, ভাইস চেয়ারম্যান পদে ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জনের মনোনয়ন বহাল রয়েছে। হোমনা উপজেলায়ও কোন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল না হওয়ায় চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মনোনয়ন বহাল রয়েছে। ২৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার করার সময় থাকলেও নির্বাচনী প্রস্তুতি নিয়ে মাঠে আছে সকল প্রার্থী। দল থেকে সমর্থন দিল কি না, সেদিকে লক্ষ্য না করে অধিকাংশ উপজেলায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিএনপি’র একক প্রার্থীর বিপরীতে মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামীলীগের একাধিক প্রার্থীরা।
আগামী ১৫ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও হাতে প্রায় এক মাস সময় রেখেই প্রার্থীরা নিজেদের পরিচয় দিয়ে ভোটারদের কাছে টানার চেষ্টা চালাচ্ছেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!