শ্যামলবাংলা ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতীয় এলাকায় ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ভোরে তালেবান জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে সরকারি বাহিনীর বিমান হামলা চালায়। ওই হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা এ কথা বলেন।
তালেবান জঙ্গিরা শান্তি আলোচনা পুনরায় শুরু করতে অস্ত্রবিরতিতে প্রস্তুত রয়েছে বলে ঘোষণা দেয়ার একদিন পর গোলযোগপূর্ণ উত্তর ওয়াজিরিস্তানে এ হামলার ঘটনাটি ঘটলো।