শ্যামলবাংলা স্পোর্টস : বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও মাছরাঙ্গা টিভি। মাইম্প কনসোর্টিয়ামের মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানসহ ম্যাচগুলো দেখাবে দু’টি টেলিভিশন।
মিডিয়াকম, আর্ডেন্ট, এশিয়াটিক মাইন্ডশেয়ার, ইমপ্রেস টেলিফিল্ম, মাত্রা ও প্রোপার্টির সমন্বয়ে গঠিত হয় মাইম্প কনসোর্টিয়াম। বাংলাদেশের দর্শকদের খেলা দেখানোর জন্য তারা স্টার স্পোর্টসের কাছ থেকে সম্প্রচার স্বত্ব কিনেছে। তাদের মাধ্যমে টেরিস্ট্রিয়াল ও স্যাটেলাইট স্বত্ব পেয়েছে বিটিভি ও মাছরাঙা। বর্তমানে বাংলাদেশ-শ্রীলংকা সিরিজের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল মাছরাঙা। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় মাইম্প কনসোর্টিয়ামের কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিডিয়াকমের অঞ্জন চৌধুরী, ইমপ্রেস টেলিফিল্মের ফরিদুর রেজা সাগর, মাত্রার আফজাল হোসেন ও সানাউল আরেফিন, আর্ডেন্টের এমএএইচ খোকন, এশিয়াটিক মাইন্ডশেয়ারের মোর্শেদ আলম ও প্রপার্টির কামরুজ্জামান কামাল।