ads

বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০১৪ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়া সদর ও ভেড়ামারায় বিএনপি প্রার্থীর জয়ী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২০, ২০১৪ ৪:১০ অপরাহ্ণ

Untitled-1কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সদর ও ভেড়ামারা উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বেসরকারিভাবে জয়ী হয়েছেন। গতকাল রাতে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে বেসরকারীভাবে এ ফলাফল ঘোষনা করেন জেলা রির্টানিং অফিসার ও কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল ফেরদৌস।

Shamol Bangla Ads

সদর উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ১ লাখ ছয় হাজার ২৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ডাঃ এ এফ এম আমিনুল হক মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ২৯৪ ভোট।
ভেড়ামারা উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বিএনপি সর্মথিত প্রার্থী তৌহিদুল ইসলাম আলম। তিনি আনারস প্রতীকে ৩৮ হাজার ২৯৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবু বক্কার সিদ্দীক আনারস প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৪২৬ ভোট।
এদিকে, কুষ্টিয়া সদর ও ভেড়ামারা উপজেলার মোট ১৭৫টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সকালে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুষ্টিয়া ও ভেড়ামারায় ভোটারদের সরব উপস্থিতি চোখে পড়ে।
কুষ্টিয়া সদর ও ভেড়ামারায় ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মত। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ-র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর টহল দেখা গেছে। ভোটগ্রহণ চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
কুষ্টিয়া সদর উপজেলায় চারজন চেয়ারম্যান, তিনজন ভাইস চেয়ারম্যান ও দুজন সংরক্ষিত মহিলা চেয়ারম্যান প্রাথী নির্বাচনে অংশগ্রহণ করে। ভেড়ামারা উপজেলায় ছয়জন চেয়ারম্যান, তিনজন ভাইস চেয়ারম্যান ও চারজন সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। জেলার ১৭৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে।
এতে ৪লাখ ৬৪ হাজার ৬৭০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!